আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের বর্ধিত অংশ হিসেবে পরবর্তী এফটিপি চক্রে (২০২৫-২০২৯) আট দলের সঙ্গে চারটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে বাংলাদেশ। সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সূচিতে এমন তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলবে। আর ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় গিয়ে খেলবে তারা। এফটিপির দ্বিতীয় চক্রে ১১ দলের মধ্যে প্রায় চারশ আন্তর্জাতিক ম্যাচ হবে।
তিন ম্যাচের ৪৪ সিরিজে মোট ১৩২ ওয়ানডে হবে। সদস্যরা পারস্পরিক সমঝোতার মাধ্যমে আইসিসি ইভেন্টের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারবে। এছাড়া সদস্য দেশগুলো চাইলে এবার বাড়তি টেস্ট ম্যাচও খেলতে পারবে।