জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
রবিবার (১০ নভেম্বর) রাতে বটতলায় জড়ো হয়ে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে, যা শহিদ সালাম-বরকত হল ঘুরে পুনরায় বটতলায় এসে শেষ হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক তৌহিদ সিয়ামের সঞ্চালনায় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান লিমন বলেন, “ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করা এবং গণহত্যা চালানো ব্যক্তির প্রতি সহানুভূতিশীল কাউকে সরকারে অন্তর্ভুক্তি শহিদদের রক্তের সাথে বেঈমানি।” মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন, “আমরা যাদের রক্তের বিনিময়ে সরকার প্রতিষ্ঠা করেছি, তাদের বিরুদ্ধে কাজ করলে এর কঠিন জবাব দেব।” সমাবেশে আরও বক্তব্য রাখেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহরাব সিফাত, যিনি ফারুকীকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্তির বিরোধিতা করেন।