আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জঙ্গিবাদের সুযোগ নিয়ে দেশি-বিদেশি শত্রুরা যেন বাংলাদেশের সম্ভাবনা ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২০০৫ সালে ঝালকাঠিতে জেএমবি’র বোমা হামলায় নিহত বিচারক সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল আরও বলেন, যদি আমরা দেশ, সমাজ ও মানুষের কল্যাণ চাই এবং দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে চাই, তবে যেকোন মূল্যে জঙ্গিবাদ ও মৌলবাদ প্রতিরোধ করতে হবে। বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ের মৃত্যুর মর্মান্তিক ঘটনাটি উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদ ও উগ্রবাদ ভয়ঙ্কর এবং এটি মানুষকে নিষ্ঠুর করে তোলে।
তিনি আরও জানান, জঙ্গিবাদ ধর্মের নামে চালিয়ে মানুষকে মরিয়া ও বেপরোয়া করে তুলতে পারে। আমাদের চারপাশে বন্ধু ভাবাপন্ন দেশ নেই, তাই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়। বাংলাদেশের ফ্যাসিবাদমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশকে রক্ষার আহ্বান জানান ড. আসিফ।
এ শোক সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।