বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আরও গতিশীল করতে অর্গানাইজিং কমিটি ও নির্বাহী কমিটি গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৩ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্যানেলের মুখপাত্র উমামা ফাতেমা।
উমামা ফাতেমা জানান, “আমরা সাম্প্রতিক ইস্যু, সাংগঠনিক শৃঙ্খলা এবং গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে কাজ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। প্রাথমিক খসড়ায় আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসেনি।” তিনি আরও জানান যে, অর্গানাইজিং ও নির্বাহী কমিটির অধীনে আরও কিছু উইং গঠন করা হবে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ এবং সমন্বয়ক আবদুল কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।