লিবিয়া থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরলেন আরও বাংলাদেশি অভিবাসী

লিবিয়ায় আটকে পড়া আরও কিছু বাংলাদেশি অভিবাসী আজ বুধবার সকালে একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টা ও আইওএম-এর আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটক অন্য অভিবাসীদেরও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই আরও অনিয়মিত অভিবাসী দেশে ফিরবেন।

ফিরে আসা প্রত্যেককে খাদ্যসামগ্রী, চিকিৎসা সেবা, অস্থায়ী বাসস্থান এবং ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তাদের বেশিরভাগই মানব পাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেন এবং সেখানকার নির্যাতনের শিকার হন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

সম্পর্কিত নিউজ

আরও পড়ুন