প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: সম্পাদক পরিষদ

ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের পদক্ষেপকে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য অন্তরায় হিসেবে দেখছে সম্পাদক পরিষদ। মঙ্গলবার (১২ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে জানানো হয়, তথ্য অধিদপ্তর (পিআইডি) তিন দফায় মোট ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে, যার মধ্যে পেশাদার ও সক্রিয় সাংবাদিক এবং সম্পাদকরাও রয়েছেন। সম্পাদক পরিষদ মনে করছে, এ ধরনের পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের অন্তরায়।

সম্পর্কিত নিউজ

আরও পড়ুন