হত্যাচেষ্টার মামলায় ৫৩ সাবেক সচিবকে আসামি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে নির্বিচার গুলি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে করা এক মামলায় ৫৩ জন সাবেক সচিবকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, সাবেক ওই সচিকেরা ‘ভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট’। তাঁদের ‘ফ্যাসিবাদের সহযোগী, রাষ্ট্রের জন্য ক্ষতিকর ও দুর্নীতিবাজ কর্মকর্তা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, কবির বিন আনোয়ার, আহমদ কায়কাউসসহ অন্যান্য সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা।

এছাড়া, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ আরো অনেক রাজনৈতিক নেতা, সাবেক বিচারক, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পুলিশ কর্মকর্তার নামও আসামির তালিকায় রয়েছে। ৫৩ জন সাবেক সচিবকে একসঙ্গে আসামি করার ঘটনা এটিই প্রথম।

সম্পর্কিত নিউজ

আরও পড়ুন