২২টি দল ও জোটকে চিঠি দিচ্ছে সংস্কার কমিশন

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন শিগগিরই ২২টি রাজনৈতিক দল ও জোটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মতামত ও প্রস্তাব চেয়ে চিঠি পাঠাবে। তবে আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গীদের কাছ থেকে মতামত নেওয়া হবে না। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশন আগামী দু-এক দিনের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২২টি দল ও জোটকে মতামত চেয়ে চিঠি পাঠাবে। তবে সরকারের পরামর্শ অনুযায়ী, সব নিবন্ধিত দল থেকে মতামত নেয়া হচ্ছে না। এর পাশাপাশি, যেকোনো দল, সংগঠন বা ব্যক্তি ডিজিটাল মাধ্যমে সংস্কার বিষয়ে তাদের মতামত দিতে পারবে।

এছাড়া, কমিশন সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন বিশেষজ্ঞ, সাংবাদিকসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সরাসরি আলোচনা করবে। কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, কমিশন একটি যুগোপযোগী নির্বাচনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সুপারিশমালা তৈরির উদ্দেশ্যে সব পক্ষের মতামত গ্রহণ করছে।

কমিশন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব জমা দেবে। পরে এই প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার।

সম্পর্কিত নিউজ

আরও পড়ুন