শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপ-পরিদর্শক (এসআই) ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে ৩১০ জনকে অব্যাহতি দেওয়া হলো।
সোমবার (৪ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
প্রশিক্ষণে শৃঙ্খলা ভঙ্গ: সারদায় চাকরি হারাচ্ছেন ২৫২ এসআইপ্রশিক্ষণে শৃঙ্খলা ভঙ্গ: সারদায় চাকরি হারাচ্ছেন ২৫২ এসআই
তিনি বলেন, “শৃঙ্খলাভঙ্গের কারণে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপ-পরিদর্শক (এসআই) ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
সারদা পুলিশ একাডেমি সূত্রে আরও জানা যায়, গত মাসে প্রশিক্ষণরত ৫৯ জন উপ-পরিদর্শককে (এসআই) শোকজ করা হয়। প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাদেরকে এই নোটিশ দেওয়া হয়।
প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতির নেপথ্যে ‘সকালের নাশতা’প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতির নেপথ্যে ‘সকালের নাশতা’
এর আগে গত অক্টোবরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একই ব্যাচের ২৫২ জন এসআইকে অব্যাহতি দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। গত ২১ অক্টোবর একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক বিভাগের তারেক বিন রশিদ স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়। পরবর্তীতে শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে নতুন করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় প্রশিক্ষণরত আরও ৫৯ জন এসআইকে।