শতাধিক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি এ উদ্বেগের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের এই পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। এ সিদ্ধান্ত সরকারের সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করেছে।
নোয়াবের বিবৃতিতে আরও বলা হয়, “বিগত বছরগুলোর কালো দিনগুলোয় জাতি ফিরে যেতে চায় না। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের এ সিদ্ধান্ত মুক্ত সংবাদপত্রের প্রতি হুমকিস্বরূপ। ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মধ্যে একজন আছেন দেশের সবচেয়ে পুরোনো দৈনিকের প্রকাশক-সম্পাদক।”
নোয়াব আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছে, সরকার যেন দ্রুত এসব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বহাল করে। এতে করে অন্তর্বর্তী সরকার স্বাধীনতার পরিবেশ তৈরির যে প্রচেষ্টা চালাচ্ছে, তা আরও ফলপ্রসূ হবে।
নোয়াব আশা প্রকাশ করে, সরকার এ বিষয়ে সুবিবেচনামূলক পদক্ষেপ গ্রহণ করবে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।