সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা “পথের পাঁচালী”-র দুর্গা, উমা দাশগুপ্তের মৃত্যু

বাংলা সিনেমার অমর সৃষ্টি “পথের পাঁচালী”-তে দুর্দান্ত অভিনয় করে সারা পৃথিবীজুড়ে খ্যাতি লাভ করা অভিনেত্রী উমা দাশগুপ্ত সোমবার (১৮ নভেম্বর) সকালে মৃত্যু বরণ করেছেন। তিনি ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় সেই সিনেমায় দুর্গা চরিত্রে অভিনয় করেছিলেন, যা আজও বাঙালি দর্শকের মনে জীবন্ত হয়ে আছে।

মৃত্যুর কারণ

চিরঞ্জিৎ চক্রবর্তী, বিধায়ক, পরিচালক ও অভিনেতা, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে উমা দাশগুপ্তের মৃত্যুর খবর প্রকাশ করেন। তিনি জানান, উমার মৃত্যু ঘটে সকাল ৮টা নাগাদ। তার একমাত্র কন্যা সকালে চিরঞ্জিতকে উমাদির মৃত্যুর খবর জানায়। কিছু বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার প্রাথমিক সহায়তা পেয়েছিলেন উমা, তবে পুনরায় ক্যানসার ফিরে আসায় তাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

“পথের পাঁচালী”-তে দুর্দা চরিত্র

“পথের পাঁচালী”-তে উমা দাশগুপ্ত দুর্গা চরিত্রে অভিনয় করে সবাইকে মুগ্ধ করেছিলেন। তার কিশোরী দুর্গা চরিত্রটি আজও দর্শকদের হৃদয়ে অমর হয়ে আছে। মাত্র একটিই সিনেমায় অভিনয় করলেও উমার অভিনয় ক্ষমতা ও তার চরিত্রের গভীরতা সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল।

অভিনয়ের পর পেশাগত জীবন

উমা দাশগুপ্ত অভিনয়ের পর আর সিনেমায় ফিরে আসেননি। তাকে পর্দায় আর দেখা না গেলেও তার অভিনয়ের স্মৃতি আজও সিনেমাপ্রেমীদের মনে জীবন্ত। অভিনয় ছেড়ে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন।

থিয়েটারের সঙ্গেও সম্পর্ক

শৈশব থেকেই থিয়েটার নিয়ে সক্রিয় ছিলেন উমা। তিনি যে স্কুলে পড়তেন, সেই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই শিক্ষকের মাধ্যমেই উমা দাশগুপ্তকে আবিষ্কার করেছিলেন চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়।

পরিবার ও সিনে ক্যারিয়ার

উমার বাবা প্রথমে তার মেয়েকে সিনেমায় অভিনয় করতে না চাওয়ার ব্যাপারে ছিলেন। তবে সত্যজিৎ রায় তাকে রাজি করাতে সফল হন। সিনেমার পর্দায় অপু-দুর্গার সম্পর্কের দৃশ্য, ভাইবোনের মধ্যে গভীর সম্পর্ক ও ভালোবাসা দর্শকদের চোখে জল এনে দিয়েছিল।

পরবর্তী সময়ে সৃতিচিহ্ন

যদিও উমা দাশগুপ্ত পরবর্তীতে আর সিনেমায় কাজ করেননি, তার একমাত্র সিনেমায় করা দুর্দা চরিত্রটি সিনেমা ইতিহাসে এক অমর স্মৃতি হয়ে রয়ে গেছে। তার প্রাণবন্ত হাসি ও অভিনয়ের অনবদ্য দৃষ্টান্তটি কখনো ভুলবে না দর্শকরা।

 

সম্পর্কিত নিউজ

আরও পড়ুন