হামলার প্রতিবাদে শিল্পকলায় আরণ্যক ও প্রাচ্যনাটের পথনাটক প্রদর্শনী

আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৪টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রবেশদ্বারে আরণ্যক নাট্যদল ও প্রাচ্যনাটের যৌথ আয়োজন হিসেবে একটি পথনাটক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ‘নাটক মোদের অধিকার, রুখবে নাটক সাধ্য কার’ শ্লোগানে এই আয়োজনে প্রদর্শিত নাটকগুলো হলো আরণ্যক নাট্যদলের ‘মূর্খ লোকের মূর্খ কথা’ ও প্রাচ্যনাটের ‘স্পিক আউট-বাআসুদ’। এছাড়া, আরণ্যক তাদের নাটকের গানও পরিবেশন করবে।

এ প্রসঙ্গে আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক (ভারপ্রাপ্ত) শামীমা শওকত লাভলী জানান, নাটক বন্ধ করে দেয়া ও তার প্রতিবাদে আয়োজিত সভায় হামলার ঘটনায় নাট্যাঙ্গনে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে, রাষ্ট্র নাট্যকর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে, নাট্যকর্মীরা নিজেরাই নিজেদের নিরাপত্তার দায়িত্ব নেবেন বলে উল্লেখ করেন তিনি। প্রদর্শনীতে অংশ নিতে এবং নাট্যকর্মীদের পাশে থাকার জন্য সারাদেশের নাট্যকর্মীদের আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২ নভেম্বর জাতীয় নাট্যশালায় দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী চলাকালীন সময়ে তা বন্ধ করে দেয়া হয়। এর প্রতিবাদে আয়োজিত একটি সভায় হামলার ঘটনায় নাট্যকর্মীরা ক্ষুব্ধ হয়ে এই প্রতিবাদী আয়োজন করেন।

 

সম্পর্কিত নিউজ

আরও পড়ুন