ইসলামী ব্যাংকে অনিয়ম: স্যুটের কাপড় ও ছাতা কেনার টাকাও গায়েব

ইসলামী ব্যাংকে নানা অনিয়মের খবর প্রকাশ্যে আসার পর, ২০২৩ সালে ব্যাংকটি টাকার সংকটে পড়ে। পরিস্থিতি সামলাতে, কর্মকর্তাদের লক্ষ্য বেঁধে দেয় ব্যাংকটি। সফল সাড়ে ১৩ হাজার কর্মকর্তাকে পুরস্কার হিসেবে স্যুট বানানোর কাপড় দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। তবে, কোনো কর্মকর্তা স্যুটের কাপড় পাননি, কিন্তু খরচ হয়েছে ব্যাংকটির সাড়ে ছয় কোটি টাকা।

এছাড়া, ডলার সংকট মেটাতে প্রবাসী আয়ের সুবিধাভোগীদের জন্য এক লাখ ছাতা উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসলামী ব্যাংক। তবে, ছাতা সরবরাহ হয়নি এবং ব্যাংকটি থেকে তুলে নেওয়া হয়েছে সাড়ে পাঁচ কোটি টাকা।

কাল্পনিক পণ্য ক্রয়ে ব্যাংকের ১২ কোটি টাকা খরচ হয়েছে, যা ২০২৩ সালের আগস্ট-অক্টোবর সময়ে ঘটে। ব্যাংকটির অভ্যন্তরীণ নথিপত্র পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে, তবে প্রকৃত সুবিধাভোগীদের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সম্পর্কিত নিউজ

আরও পড়ুন