ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে পরিবহনমন্ত্রী হিসেবে শন ডাফি মনোনীত

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের পরিবহনমন্ত্রী হিসেবে ফক্স নিউজের সঞ্চালক ও উইসকনসিনের সাবেক কংগ্রেসম্যান শন ডাফিকে মনোনয়ন দিয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

সিনেটের অনুমোদনের অপেক্ষা

পরিবহনমন্ত্রী হিসেবে সিনেটের নিয়োগ অনুমোদন পেলে শন ডাফি উড়োজাহাজ, গাড়ি, রেল, ট্রানজিটসহ যুক্তরাষ্ট্রের পরিবহন খাতের নীতিমালা তৈরির দায়িত্ব পালন করবেন।

ডাফির পেশাগত অভিজ্ঞতা

শন ডাফি প্রায় নয় বছর মার্কিন কংগ্রেসে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আর্থিক পরিষেবা কমিটির সদস্য এবং বীমা ও আবাসন বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ছিলেন।

২০১৯ সালে তিনি কংগ্রেস ত্যাগ করে ফক্স বিজনেস নেটওয়ার্কের ‘দ্য বটম লাইন’ অনুষ্ঠানের সহ-সঞ্চালক হিসেবে কাজ শুরু করেন।

শন ডাফি পরিবহনমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, “পরিবহন খাতে নতুন সোনালি যুগের সূচনা করতে আমি অত্যন্ত আগ্রহী।”

ট্রাম্পের প্রশংসা ও লক্ষ্য

ডোনাল্ড ট্রাম্প ডাফির মনোনয়ন সম্পর্কে বলেন, “ডাফি যুক্তরাষ্ট্রজুড়ে মহাসড়ক, সেতু, টানেল ও বিমানবন্দর পুনর্নির্মাণের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব, প্রতিযোগিতা এবং সৌন্দর্যকে অগ্রাধিকার দেবেন। কংগ্রেসে আর্থিক বিষয়ে তার দায়িত্বশীল কাজ অত্যন্ত প্রশংসনীয়।”

ডাফির সামনে চ্যালেঞ্জ

বিশ্লেষকদের মতে, ডাফির জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হবে:

যুক্তরাষ্ট্রের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর উচ্চহার কমানো।

পরিবহন অবকাঠামোর আধুনিকায়নে বরাদ্দকৃত বাজেট যথাযথভাবে বাস্তবায়ন।

বাজেট ও পূর্ববর্তী উদ্যোগ

বাইডেন প্রশাসনের বরাদ্দ দেওয়া ১১০ বিলিয়ন ডলারের বাজেট ডাফির হাতে থাকবে।
২০২১ সালে পূর্ববর্তী প্রশাসনের চালু করা পরিবহন অবকাঠামো সংস্কার আইন এবং বিদ্যুৎচালিত গাড়ির চার্জিং স্টেশন নির্মাণে প্রস্তাবিত বিপুল অর্থায়নও তার দায়িত্বের আওতায় থাকবে।

ডাফির প্রত্যাশা

সিনেটের নিয়োগ অনুমোদনের পর ডাফি পরিবহন খাতের উন্নয়নে কীভাবে কাজ করেন, তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। পরিবহন খাতের আধুনিকায়নে তার নেতৃত্ব নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি বিশেষজ্ঞরাও উচ্চ আশাবাদী।

 

সম্পর্কিত নিউজ

আরও পড়ুন