শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত, কার্যকর ৩০ নভেম্বর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের জন্য ইস্যু করা সব পুরনো নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে এসব পাস কার্যকর থাকবে না।

সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি জারি করেছেন বেবিচকের সদস্য (সিকিউরিটি) এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খান।

বেবিচক জানিয়েছে, এয়ারপোর্ট পাস নীতিমালা ২০২০ অনুসারে ৩০ নভেম্বর থেকে পুরনো পাসগুলো বাতিল হবে। নতুনভাবে এভসেক আইডি নম্বরসহ পাস সংগ্রহ করতে হবে। এ পাসগুলো সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক) ইস্যু করবে।

বেবিচকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর যাত্রী ও সংশ্লিষ্টদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার প্রতিশ্রুতির অংশ।

 

সম্পর্কিত নিউজ

আরও পড়ুন