অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশে নির্বাচন আয়োজনের আগে জরুরি সংস্কার প্রয়োজন। বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু বিষয়ক সম্মেলন কপ ২৯-এ অংশগ্রহণকালে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
ড. ইউনূস বলেন, “সংস্কারের গতি নির্ধারণ করবে কত দ্রুত সময়ে নির্বাচন হবে।” তিনি আশ্বাস দেন, দ্রুততম সময়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি তিনি রক্ষা করবেন।
প্রধান উপদেষ্টা জানান, সংবিধান, সরকারের গঠন, জাতীয় সংসদ ও নির্বাচনি বিধিমালায় প্রয়োজনীয় সংস্কার আনার বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমত হতে হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হবে।
ড. ইউনূসের কথায়, “আমরা আশা করছি এর সমাধান করতে এবং একটি শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসতে পারব।”