রাজবাড়ী সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. হান্নানের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ছাত্র-জনতা হাসপাতালে গিয়ে ডা. হান্নানকে না পেয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। পরে তারা দ্রুত সময়ে তত্ত্বাবধায়ক ডা. হান্নানের অপসারণের দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। তিনি জানান, নানা সীমাবদ্ধতার কারণে রোগীদের রেফার্ড করতে হয়। শিক্ষার্থীরা এরপর রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে তত্ত্বাবধায়ক ডা. হান্নানের কক্ষে তালা দেওয়ার চেষ্টা করে এবং তার নামফলক ছিঁড়ে ফেলেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা, যেমন সাঈদুজ্জামান সাকিব, মিরাজুল মাজিদ তূর্জ, তামিম, আতিক হাসান রাফি, আমিনুল ইসলাম, নাফিসা প্রভা, মেহেনাজ মুস্তারি আফরিন, আশা আক্তার, মেহতা নওরিন পূর্ণ প্রমুখ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, “অফিস টাইমে প্রাইভেট প‌্যাকটিসের সুযোগ নেই। বিকেলে কেউ কেউ চেম্বার করেন। তানভীরের চিকিৎসা নিয়ে তদন্ত করে দেখা হবে।”

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। হাসপাতালে কাউকে নিয়োগ বা অপসারণ করার ক্ষমতা আমার নেই। এটি দেখবেন ডিভিশনাল ডিরেক্টর স্যার।”

 

সম্পর্কিত নিউজ

আরও পড়ুন