শোষণ বৈষম্যবিরোধী যাত্রায় বাধাঃ তেঁতুলিয়ায় সিপিবির পথসভায় মাইক কেড়ে নেয়ার অভিযোগ সমন্বয়ক এর বিরুদ্ধে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চলমান ‘শোষণ বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রার’ পথসভায় যুবকদের বাধা ও মাইক কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ ঘটনার ছবি পোস্ট করে ফেসবুকে শেয়ার করেন এবং অভিযোগ তোলেন, তেঁতুলিয়ার তেঁতুলতলায় পথসভায় বক্তব্য শেষ করতে না পারার কারণ হিসেবে ‘বাধা’ দেয়ার ঘটনা উল্লেখ করেন।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে হযরত নামে এক যুবক কয়েকজন সহযোগী নিয়ে সিপিবির পথসভায় বাধা দেন এবং প্রিন্সের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন। এ ঘটনায় স্থানীয় পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা ছিল নিষ্ক্রিয়।

এ বিষয়ে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অভিযোগ করেন, “আমাদের পথসভায় কয়েকজন এসে চিৎকার-চেঁচামেচি করে মাইক্রোফোন ও ব্যানার কেড়ে নেয়। পুলিশ উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি। আমরা বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব।”

এদিকে অভিযুক্ত হযরত আলী দাবি করেন, তিনি কোনো ধরনের বাধা দেননি বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন।

 

সম্পর্কিত নিউজ

আরও পড়ুন