বাংলাদেশ ফুটবল দল মালদ্বীপের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমেছে র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটানোর লক্ষ্য নিয়ে। তবে ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলার পরও বাংলাদেশ কোনভাবেই গোল করতে পারেনি। অন্যদিকে, ১৮ মিনিটে মালদ্বীপের আলী ফাসিরের একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় পায় সফরকারীরা।
ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ, কিন্তু গোলের সুযোগ নষ্ট করতে থাকে তারা। একাধিক আক্রমণেও বাংলাদেশ গোলমুখ খুলতে ব্যর্থ হয়। অন্যদিকে, খেলার ১৮ মিনিটে বাংলাদেশকে আক্রমণের বিপরীতে গোল হজম করতে হয়। মালদ্বীপের হামজা মোহাম্মদ ফ্রি কিক নিয়ে আলী ফাসিরকে গোলের সুযোগ দেন, এবং তার হেড গোলরক্ষক মিতুল মারমার কোনো প্রতিরোধ গড়ে তোলার সুযোগ পায়নি।
বাকি সময়জুড়ে রাকিব-মোরসালিনরা একের পর এক আক্রমণ করলেও গোল করতে পারেননি। প্রথমার্ধে সোহেল রানার একটি দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে এবং দ্বিতীয়ার্ধে মোরসালিনের একাধিক শট মালদ্বীপের কিপার ঠেকিয়ে দেন। ম্যাচ শেষে বাংলাদেশি খেলোয়াড়রা তাদের ব্যর্থতা স্বীকার করেন।
এই ম্যাচে বাংলাদেশের কিপারের পারফরম্যান্স ছিল নড়বড়ে এবং রক্ষণভাগও মারকিংয়ে ভুল করেছে। ১৬ নভেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।