চট্টগ্রামের ঘটনা প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

শনিবার (২ নভেম্বর) চট্টগ্রাম শহরে নেমেছিলেন মেহজাবীন চৌধুরী। কথা ছিলো এদিন নগরীর রিয়াজউদ্দিন বাজারে ‘খুকি লাইফস্টাইল’ নামের একটি ব্র্যান্ড শপ উদ্বোধন করবেন তিনি। তবে স্থানীয় ‘ব্যবসায়ী-তৌহিদী জনতা’র ব্যানারে একদল মানুষের বাধার মুখে ওই শো-রুমটি উদ্বোধন না করেই ফিরে আসতে হলো ঢাকায়।

এ ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। রটে গুজবও। একটি নাটকের স্থিরচিত্র শেয়ার করে অনেকে বলার চেষ্টা করেন, চট্টগ্রামে মেহজাবীনকে মারধর করা হয়েছে!

এদিকে গতকাল অভিনেত্রী চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে এসে পুরো বিষয়টি তুলে ধরেন। নিশ্চিত করেন, সুস্থ আছেন। তার ওপর কোনও হামলার ঘটনা ঘটেনি।

মেহজাবীন বলেছেন, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।’

এরপর বলেন, ‘আজ (২ নভেম্বর) আমি চট্টগ্রামে একটি শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসি।’

তবে, চট্টগ্রামে সেই শোরুম উদ্বোধন ঘিরে কী ঘটেছিল, সে বিষয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলেও মেহজাবীন এখনও স্পষ্টভাবে কিছু বলেননি। এ বিষয়ে ‘খুকি লাইফস্টাইল’র ব্যবস্থাপক ইমদাদ হোসেন শুধু বলেন, ‘একটু বিশেষ সমস্যার কারণে মেহজাবীন চৌধুরী আসতে পারেননি। আমরা ওনাকে ছাড়াই অনুষ্ঠান শেষ করেছি। আপাতত আর কিছু বলতে পারছি না।’

বলা দরকার, ‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়েছিলেন মেহজাবীন চৌধুরী। যেখানে চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগের কথা জানিয়েছিলেন তিনি।

মেহজাবীন চৌধুরীর এই ঘোষণা আসার পর থেকে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী-তৌহিদী জনতার ব্যানারে’ কিছু মানুষ।

সেই ব্যানারটি রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা নিজেদের ফেসবুক টাইমলাইনেও শেয়ার করেন। যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরীকে নিয়ে শো-রুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শো-রুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

বাস্তবে তাই ঘটলো।

বলা জরুরি, বিগত সরকারের পক্ষ নেওয়ার দায়ে মেহজাবীন চৌধুরীর প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কোনও ক্ষোভের কথা আগে জানা যায়নি। তাছাড়া তিনি জুলাই বিপ্লবের পক্ষেই ছিলেন। অনেকেই ধারণা করছেন, নতুন বাংলাদেশে ‘নারী’ ও ‘নায়িকা’ ইস্যু নিয়েই এই প্রতিরোধ সংঘটিত হয়েছে। যে নারী ও নায়িকা সম্প্রতি তার প্রথম সিনেমা নিয়ে টরন্টো হয়ে বুসান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন। তারও আগে, একযুগ ধরে নানামাত্রিক নাটকে অভিনয় করে মুগ্ধ করেছেন দেশের সিংহভাগ দর্শক-সমালোচকদের।

সম্পর্কিত নিউজ

আরও পড়ুন