পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়ে ঢাবি ছাত্রদল নেত্রীর ষ্টেটাস ভাইরাল

দেশ কেমন বদলাইসে বলি!

ফ্যাসিবাদ পরবর্তী ‘নতুন বাংলাদেশ’ এ ট্রেইনি কনস্টেবল নিয়োগ হচ্ছে। যেহেতু এই সময়ে হচ্ছে,সিন্ডিকেট নাই তাই এলাকার ইলিজেবল ছেলেদের বললাম এপ্লাই করতে।এই ছেলেগুলো আন্দোলন করেছে,অনেকে আহতও হয়েছে। সাধারণত সিন্ডিকেটকে টাকা খাওয়াইতে হয় বলে দরিদ্র পরিবারের ছেলেরা কনস্টেবল হইতেও পারেনা।

তো সবাই গেলো,গিয়ে দেখলো কিছু লোক মাঠে দাঁড়িয়ে অমুক আমার,তমুক আমার বলে ক্যান্ডিডেটদের ফিজিক্যাল পাশ করাচ্ছে। ছেলেরা বললো যে যাদের পাশ করাচ্ছে,এরা সবাই ৫-৬ লাখ করে টাকা দিসে ‘অমুকদের’।অমুক কারা সেটা আমি নাম না নিলেও আপনারা বুঝবেন।

আমাকে বলে, আপা আপনি বলেছিলেন টাকা ছাড়াই নাকি চাকরি হবে। এখন তো সেই আগের অবস্থাই দেখছি! শুধু শুধু এপ্লাই করে টাকা খরচ করে আর বেকার মাঠে দৌড়ে আসলাম।

বিশ্বাস করেন ভাই,লজ্জায় মাথাটা এত হেঁট হইসে! এই অবস্থা দেশে চলে আর ফাটাকেষ্টরা বড় বড় ডায়লগ মেরে দেশ বদলায়।

৫-৬ লাখ টাকা দিয়ে হওয়া কনস্টেবল ক্ষমতা টিকাইতে আমাদের গুলি করে মারবে না তো কে মারবে?

সম্পর্কিত নিউজ

আরও পড়ুন