সংবাদমাধ্যমের স্বাধীনতায় চরম আক্রমণঃ নোয়াবের উদ্বেগ ও নিন্দা

ঢাকা, ২৬ নভেম্বর: দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে পড়েছে বলে মন্তব্য করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সোমবার নোয়াব সভাপতি এ. কে. আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

সংবাদমাধ্যমে হামলার ঘটনা

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে অবস্থান, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনের সড়কে দুই দিন ধরে বিশৃঙ্খলার চেষ্টা করেছেন কিছু ব্যক্তি। তাদের কর্মকাণ্ডে সংবাদমাধ্যমের কার্যক্রম ব্যাহত হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে এ বিশৃঙ্খলা থামানো হয়।

নোয়াবের প্রতিক্রিয়া

নোয়াব মনে করে, সংবাদমাধ্যমের কোনো প্রতিবেদন বা সম্পাদকীয় নীতিমালার প্রতি কারও আপত্তি থাকলে তার সমাধান লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে হওয়া উচিত। কিন্তু সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে সংবাদমাধ্যমের পরিবেশ নষ্ট করা অগ্রহণযোগ্য। নোয়াব এ ধরনের কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে, এটি সাংবাদিকতা চর্চা ও গণমাধ্যমের স্বাধীনতায় হুমকি সৃষ্টি করছে।

সরকারের প্রতি আহ্বান

নোয়াব সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, মব জাস্টিস কঠোর হস্তে দমন করে সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে। একই সঙ্গে সংগঠনটি সংশ্লিষ্ট সব পক্ষকে সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থি কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানায়।

উল্লেখযোগ্য প্রসঙ্গ

নোয়াবের এই উদ্বেগ তখনই এলো, যখন দেশে সংবাদমাধ্যমের বিভিন্ন স্বাধীনতাবিরোধী কার্যক্রম নিয়ে সমালোচনা তুঙ্গে। প্রথম আলো ও ডেইলি স্টারের মতো শীর্ষ গণমাধ্যমের ওপর এ ধরনের আক্রমণ নিয়ে গণমাধ্যম সংশ্লিষ্টরা এবং বিভিন্ন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় নোয়াবের এই আহ্বানকে সময়োপযোগী হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

 

সম্পর্কিত নিউজ

আরও পড়ুন