ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলের সামনে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার একটি গ্রাফিতিতে কালো রং দিয়ে চোখ-মুখ ঢেকে দেওয়ার ঘটনা ঘটেছে। শামসুন নাহার হলের এক শিক্ষার্থী এই কাজ করেছেন বলে জানা গেছে। পরবর্তীতে ওই শিক্ষার্থী নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন।
গ্রাফিতি বিকৃতির ঘটনা প্রকাশ পায়
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাবির শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। গ্রাফিতিটি নিয়ে সমালোচকরা নারীর ক্ষমতায়নে বেগম রোকেয়ার অবদানের প্রতি এই আচরণকে অসম্মানজনক হিসেবে দেখেছেন।
ঢাবির এক শিক্ষার্থী প্রান্ত চৌধুরী ফেসবুকে লেখেন, “রোকেয়া না থাকলে এই দেশের মেয়েরা বিশ্ববিদ্যালয় তো দূর, প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারত? রোকেয়ার সঙ্গে আসলে ঝামেলাটা কী নিয়ে?”
শিক্ষার্থীর ক্ষমা প্রার্থনা
বুধবার বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম প্রথম আলোকে শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ নাসরিন সুলতানা জানান, হল কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে ডেকে কথা বলেছেন। কথোপকথনের সময় একজন মনোবিজ্ঞানীও উপস্থিত ছিলেন।
প্রাধ্যক্ষ বলেন, “কথা বলার সময় আমরা শিক্ষার্থীর কিছু অসংলগ্ন কথাবার্তা পেয়েছি। তবে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।”
তিনি আরও জানান, “শিক্ষার্থী প্রতিশ্রুতি দিয়েছেন যে গ্রাফিতি আবার আগের অবস্থায় ফিরিয়ে দেবেন।”
শিক্ষার্থী এবং ঢাবি কতৃপক্ষের প্রতিক্রিয়া
বেগম রোকেয়ার মতো একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের প্রতি এমন আচরণ সমাজে ক্ষোভের জন্ম দিয়েছে। ঢাবির শিক্ষার্থীরা এ ঘটনার পুনরাবৃত্তি বন্ধে আরও সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের সৃজনশীল কাজের প্রতি সম্মান বজায় রাখার তাগিদ দেওয়া হয়েছে।